পীরের বাগ থেকে বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক উদ্ধার


প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর মিরপুরের পীরের বাগ এলাকার একটি বাসা থেকে বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক দ্রব্যসহ শিবিরের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন আ. রহিম ও মো. শফিউদ্দিন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর মডেল থানা পুলিশ মধ্য পীরের বাগের ৮৫/৪ নং বাসায় এ অভিযান চালায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার। তিনি জাগো নিউজকে জানান, গ্রেফতারকৃতরা নাশকতার উদ্দেশ্যে সেখানে অবস্থান নিয়েছেন এখন খবরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজত হতে ৫৫টি ককটেল, ৪০০ জিহাদি বই, ইলেকট্রনিক ডিভাইস, চাঁদা আদায়ের রশিদ ও আনুষঙ্গিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দুজনেই ঢাকা কলেজের ছাত্র ও শিবিরের সক্রিয় সদস্য।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসানের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর হোসেন এ অভিযান পরিচালনা করেন।

এআর/জেইউ/এসএইচএস/আরআইপি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।