গুয়ানতানামো কারাগার বন্ধ করতে চান ওবামা


প্রকাশিত: ০২:৩৮ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন, গুয়ানতানামো বন্দিশিবিরটি মার্কিন আদর্শের বিপক্ষে যায়। এটি বন্ধ করে দেয়া মানে মার্কিন ইতিহাসের একটি অধ্যায় সমাপ্ত করা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের কোন কাজেই আসেনি এই কারাগার। অতএব এটা বন্ধ করাই সঠিক কাজ হবে। কংগ্রেসের সামনে তার পরিকল্পনা পেশ করার পর তিনি এসব কথা বলেন। খবর বিবিসির।

তিনি বলছেন, কোনকিছু পরিকল্পনা অনুযায়ী কাজ করছে না এমনটা বোঝা মাত্রই কাজের পন্থা বদলানো উচিত। সেখানে এখন ৯১ জন বন্দি অবশিষ্ট রয়েছে। তাদের এখন মার্কিন ভূখণ্ডে কোন সেনা অথবা বেসামরিক কারাগারে স্থানান্তর করতে চান বারাক ওবামা। তবে কংগ্রেসে পরিকল্পনা পেশ করার সঙ্গে সঙ্গেই রিপাবলিকানদের ব্যাপক বিরোধিতার মুখোমুখি হয়েছেন তিনি।

কংগ্রেসের স্পিকার পল রায়ান তার পরিকল্পনাকে রীতিমতো বেআইনি বলে আখ্যা দিয়েছেন। সন্দেহভাজন সন্ত্রাসীদের মার্কিন ভূখণ্ডে ঢোকানোর ব্যাপারে নারাজি ওবামা বিরোধী অনেকেই। মার্কিন সরকার পরিচালিত এই কারাগারটির অবস্থান কিউবায়। এর প্রতিষ্ঠা নাইন ইলেভেন হামলার পরের বছর ২০০২ সালে।

guantanamo

যুক্তরাষ্ট্রের চোখে সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকতে পারেন এমন সন্দেহভাজন ব্যক্তি অথবা যুক্তরাষ্ট্রের প্রতি হুমকি বলে মনে হয় এমন ৭৮০ জনকে সেখানে প্রতিষ্ঠার পর থেকে বন্দি রাখা হয়েছে।

নানা সময়ে বন্দিদের উপর নির্যাতন ও তাদের অধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগ তুলেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। অন্যতম আরেকটি অভিযোগ হলো বন্দিদের বিনাবিচারে আটক রাখা।

প্রেসিডেন্ট হিসেবে সময় ফুরিয়ে এসেছে ওবামার। এই বন্দিশিবির বন্ধ করা ছিল তার অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। তাই হোয়াইট হাউজ ছাড়ার আগে তিনি গুয়ানতানামো কারাগার বন্ধ করতে চান বলে জানিয়েছেন।

জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।