মঠপ্রধান হত্যা : আইনি সহায়তা দিবে বাংলাদেশ মানবাধিকার সংস্থা
পঞ্চগড়ে মঠপ্রধানকে গলা কেটে হত্যা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণের তীব্র নিন্দা ও অপরাধীদের দৃষ্টান্তমূলক দাবি করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা। এ হত্যাকাণ্ডের ঘটনায় আইনি সহায়তা দিবে বলে জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা নির্বাহী পরিচালক মোস্তফা সোহেল স্বাক্ষরিত প্রেস নোটে এই দাবি জানানো হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট সিগমা হুদা বলেছেন, আমরা এই ধরনের অপরাধের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই এবং অপরাধীদের উপযুক্ত বিচার চাই।
তিনি বলেন, আমরা এ বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত রিপোর্ট এবং আইনি সহায়তা প্রদান করবে। ঘটনার পরে সংস্থার পঞ্চগড় শাখার মানবাধিকার কর্মীরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সার্বক্ষণিক মনিটরিং করছেন।
গত রোববার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি হিন্দু মঠের অধ্যক্ষকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মঠপ্রধানের নাম যজ্ঞেশ্বর রায় (৫০)। এ সময় দুর্বৃত্তদের গুলিতে মঠের একজন সাধু আহত হয়েছেন।
এফএইচ/জেএইচ/পিআর