ঘন কুয়াশা
ঢাকার দুই ফ্লাইট কলকাতায় অবতরণ, তিনটি সিলেটে
রোববার (১৪ জানুয়ারি) সকাল ৬টা। মাস্কাট থেকে সালাম এয়ারের একটি ফ্লাইট ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। কিন্তু ঘন কুয়াশার কারণে সেটি ঢাকায় অবতরণ করতে পারেনি। পরে ঢাকার আকাশে চক্কর দিয়ে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে। পরে অন্য আরেকটি ফ্লাইটে সালাম এয়ারের যাত্রীরা সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় আসেন। অন্যদিকে কাতার ও শারজাহ থেকে আগত দুটি ফ্লাইট ঢাকায় অবতরণে ব্যর্থ হয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এছাড়া ব্যাংকক থেকে আগত একটি কার্গো ফ্লাইট ও দিল্লি থেকে ঢাকাগামী ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইটটি কলকাতায় অবতরণ করে।
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আরও ৪০টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের শিডিউলে ব্যাঘাত ঘটেছে। রোববার ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত শাহজালাল বিমানবন্দর এলাকাজুড়ে ছিল ঘন কুয়াশা। এতে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি ফ্লাইটগুলো। নির্ধারিত সময়ের চেয়ে এক থেকে তিন ঘণ্টা পর্যন্ত বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের।
আরও পড়ুন: তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি, বাড়তে পারে শৈত্যপ্রবাহের আওতা
শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, রোববার ভোর থেকে থেকে সকাল পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ওমান এয়ার, জাজিরা এয়ারওয়েজ, সৌদি এয়ারলাইনস, বিসমিল্ল্যাহ এয়ারলাইনসসহ ১৩টি এয়ারলাইনসের ৪০টি ফ্লাইট ঢাকায় দেরিতে অবতরণ করেছে। কোনো কোনো ফ্লাইট অবতরণ করার জন্য কয়েক ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। তিন ঘণ্টার বেশি অপেক্ষা করতে হয়েছে ছয়টি আন্তর্জাতিক ফ্লাইটকে।
আন্তর্জাতিক গন্তব্যগুলোর মতো দেশের অভ্যন্তরীণ গন্তব্যগুলোতেও ফ্লাইট কার্যক্রমে ব্যাঘাত ঘটেছে। আগমনী ফ্লাইটগুলো দেরি করে ঢাকায় আসায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটগুলোও দেরি করেছে। রোববার সকাল ৯টা ৩০মিনিটে ঢাকা থেকে বরিশালে একটি ফ্লাইট যাওয়ার নির্ধারিত সময় ছিল। কুয়াশার কারণে ফ্লাইটটি ২ঘণ্টা ৫১ মিনিট দেরি করে দুপুর ১২টা ৪৭ মিনিটে ঢাকা ছাড়ে।
আরও পড়ুন: ঢাকার কুয়াশায় বিপাকে সিলেটের বিমান যাত্রীরা
এসব বিষয়ে বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, রানওয়ের দৃশ্যমানতা (ভিজিবিলিটি) কম থাকায় সময়মতো ফ্লাইটগুলো অবতরণ করতে পারেনি। গত দুই সপ্তাহ কুয়াশার কারণে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণে ব্যাঘাত ঘটছে। আগমনী ফ্লাইটগুলো দেরিতে পৌঁছানোর কারণে বহির্গামী ফ্লাইটগুলো দেরিতে ঢাকা ছাড়ছে।
আরও পড়ুন: গণপরিবহন সংকটে ট্রাক-পিকআপে বাড়ি ফিরছেন মুসল্লিরা
বিমানবন্দর সূত্র আরও জানায়, সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের গুয়ানজু ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এদিকে কাতার, শারজাহ ও ওমানের মাস্কাট থেকে আগত তিনটি ফ্লাইট ঢাকায় অবতরণে ব্যর্থ হয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এবং ব্যাংকক থেকে আগত একটি কার্গো ফ্লাইট ও দিল্লি থেকে ঢাকাগামী ভিস্তারা এয়ারলাইন্সের ফ্লাইটটি কলকাতায় অবতরণ করে।
এমএমএ/আরএডি/জেআইএম