স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ সিরাজগঞ্জে পৌঁছেনি
অবৈধ হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে দেশব্যাপী অভিযান শুরুর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্দেশ থাকলেও স্বাস্থ্য অধিদফতর থেকে তার নিজ জেলা সিরাজগঞ্জে এখনও কোনো নির্দেশনা আসেনি।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন ও সিভিল সার্জন ডা. মো. শামসুদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদফতর থেকে এখনও কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তবে আগামীতে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে বলে তারা জানান।