চট্টগ্রামে পুলিশের গাড়িচাপায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৪৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

 

চট্টগ্রাম মহানগরীর কোর্টহিলে পুলিশের গাড়িচাপায় হেলাল উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জানুয়ারি) বিকেল চারটার দিকে সদর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ঘটে এ দুর্ঘটনা। নিহত হেলাল নগরীর পতেঙ্গা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরুল আলম আশেক জানান, কোর্টহিল এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত হেলাল উদ্দিন নামের এক ব্যক্তিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি ঘটেছে কোতোয়ালী থানা এলাকায়। এ নিয়ে কোতোয়ালী থানার ডিউটি অফিসার বলেন, আপাতত বিষয়টি বাকলিয়া থানার ওসি স্যার দেখছেন। কোনো মামলা হলে তখন আমাদের অফিসার দেখবেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটি বেপরোয়া গতিতে আদালত থেকে নামছিল। এসময় যুবককে চাপা দিয়ে পাশের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায় সেটি। গাড়িটি যুবকে ধাক্কা দিয়ে বিদ্যুতের খুঁটিতে চাপা দেয়। এসময় যুবকের মাথা থেতলে যায়। পিকআপটি রেজিস্ট্রেশনবিহীন। তাতে ‘সিএমপি-১৯৫’ লেখা ছিল।

এ বিষয়ে বাকলিয়া থানার ওসি আবদুর রহিম জাগো নিউজকে বলেন, আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা কোনো ডিসিশন দিচ্ছেন না। মানে তাদের কোনো অভিযোগ নেই...।

গাড়িটি এক পুলিশ সদস্য চালাচ্ছিলেন বলে জানান তিনি।

ইকবাল হোসেন/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।