রাঙামাটিতে মাহফুজ আনামের বিরুদ্ধে আরেকটি মামলা


প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাঙামাটিতে আরেকটি মামলা হয়েছে।

বুধবার সকালে রাঙামাটির সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলীর আদালতে পঞ্চাশ লাখ টাকার মানহাানির অভিযোগে মামলাটি করেছেন জেলা শ্রমীক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের নেতা কাজী মো. জালোয়া।

বাংলাদেশ দণ্ডবিধি ৫০০ ধারায় করা মামলাটি আমলে নিয়ে রাঙামাটি কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পরবর্তী ধার্য তারিখের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন আদালত। মামলার পরবর্তী তারিখ আগামী ১৯ এপ্রিল ধার্য করা হয়েছে।

এর আগে ১৪ ফেব্রুয়ারি মাহফুজ আনামের বিরুদ্ধে রাঙামাটিতে প্রথম মানহানি মামলাটি করা হয়েছে। রাঙামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সামসউদ্দিন খালেদের নেতৃত্বাধীন আমলি আদালতে বাদী হয়ে ওই মানহানি মামলাটি করেন রাঙামাটির কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি নাসিরউদ্দিন।

সুশীল প্রসাদ চাকমা/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।