ছাত্রলীগে পদ পাওয়ায় ঢাবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি বহিষ্কার


প্রকাশিত: ১০:০৪ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির সহ-সভাপতি রেজাউদ্দৌলা প্রধান আকাশকে সমিতি থেকে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে পদ নেয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। সমিতির সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সমিতি থেকে বহিষ্কৃত হয়েছেন তিনি।

ঢাবি সাংবাদিক সমিতিতে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

গতকাল বুধবার রাতে সমিতির সাধারণ সভায় সাংবাদিক সমিতির একটি গুরুত্বপূর্ণ পদে থেকে ছাত্র সংগঠনে পদ নেয়ায় সমিতির মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে মত দেন সমিতির সদস্যরা। তারা মনে করেন, এটি স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থি। সভায় রেজাউদ্দৌলা প্রধানকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হলে তিনি বিতর্কিত মন্তব্য করেন।

পরবর্তীতে সমিতির সর্বোচ্চ ফোরামে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে আকাশকে সমিতি থেকে বহিষ্কার করা হয়।

একইসঙ্গে অন্য যেকোন ছাত্র সংগঠনের পদধারী কোনো সদস্য থাকলে, তাদের আগামী দশদিনের মধ্যে ছাত্র সংগঠনের ওই পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৫ মার্চের মধ্যে বিষয়টি লিখিতভাবে সমিতিকে অবহিত করতে হবে। অন্যথায় ওই দিন থেকে প্রমাণসাপেক্ষে তাদের সদস্যপদ বাতিল বলে গণ্য হবে।

আকাশ দৈনিক সমকালের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

গত ২২ ফেব্রুয়ারি রাতে ৩০১ সদস্যবিশিষ্ট ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে দেখা যায়, গঠনতন্ত্র লঙ্ঘন করে কমিটিতে জায়গা পেয়েছেন ছয় সাংবাদিক।

এমএইচ/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।