ছাত্রলীগের কমিটিতে ৬ সাংবাদিক


প্রকাশিত: ১১:৪০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

গঠনতন্ত্র লঙ্ঘন করে সদ্য ঘোষিত ৩০১ সদস্যের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে এবার ছয় সাংবাদিককে পদ দেয়া হয়েছে। এই প্রথম ছয় সাংবাদিককে একসঙ্গে কমিটিতে স্থান দিয়েছে সংগঠনটি।

ঘোষিত কমিটিতে তিনটি জাতীয় দৈনিকের নিজস্ব প্রতিবেদক হাবিবুর রহমানকে গণযোগাযোগ-বিষয়ক উপসম্পাদক, রফিকুল ইসলাম রনি ও রুহুল আমিনকে সহ সম্পাদক করা হয়েছে।

এছাড়াও একটি অনলাইনের সহ-সম্পাদক জাকারিয়া বুলবুলকে সহ-সম্পাদক, জাতীয় একটি দৈনিকের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রেজাউদ্দৌলা প্রধান ওরফে রেজা আকাশ ও আরেকটি দৈনিকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি পিয়াল হাসানকে সহ-সম্পাদক করা হয়েছে।

অথচ ছাত্রলীগের কমিটি গঠনের শেষ পৃষ্ঠায় বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখা রয়েছে, ‘উপরিউক্ত কমিটিতে কেউ ব্যবসা বা চাকরিতে যোগদান করিলে তাদের তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেয়া হবে।’

এদিকে, হাবিবুর রহমান ও রুহুল আমিন ছাড়া কাউকেই কখনো ছাত্রলীগের কোনো কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়নি।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন জাগো নিউজকে বলেন, যেসব সাংবাদিককে পদ দেয়া হয়েছে তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

"কেউ ব্যবসা বা চাকরিতে যোগদান করিলে তাদের তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেয়া হবে" ছাত্রদলীগের প্রেস বিজ্ঞপ্তির শেষাংশে এমন কথা উল্লেখ রয়েছে এমন প্রশ্নের জবাবে জাকির বলেন, যাদেরকে পদ দেয়া হয়েছে তারা পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম চাকরি করেন। তারা স্থায়ী চাকরিজীবী নয়।  

এমএম/এমএইচ/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।