কারওয়ান বাজারে দুই সাংবাদিকের ওপর মাদক কারবারিদের হামলা

বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএটিভির দুই সাংবাদিকের ওপর হামলা চালিয়েছেন মাদক কারবারিরা। তারা টেলিভিশনের গাড়ি ও ক্যামেরাও ভাঙচুর করেন। তবে হামলাকারী মাদক কারবারিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আহত দুই সাংবাদিক হলেন- এসএটিভির স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য তাইফুর রহমান তুহিন এবং ক্যামেরা পারসন টি এইচ মুসলিম।
আরও পড়ুন: অফিসে আসা নিয়ে লাইভ করায় রাজশাহীতে দুই সাংবাদিকের ওপর হামলা
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
মাদক কারবারিদের হামলায় আহত তাইফুর রহমান তুহিন জানান, র্যাবের একটি প্রোগ্রাম শেষ করে কারওরান বাজারে মাদক কারবারিদের হামলা শিকার হন তিনি এবং তার ক্যামেরা পারসন। মাদক কারবারিদের ছোড়া ইট-পাটকেলে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং তারা আহত হন। তবে মাদক কারবারিদের পরিচয় সম্পর্কে কিছু জানাতে পারেননি তুহিন।
আরও পড়ুন: নওগাঁয় তথ্য দিতে ডেকে বিআরটিএ অফিসে সাংবাদিকের ওপর হামলা
এদিকে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য তাইফুর রহমান তুহিনের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। এ ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ কার্যনির্বাহী কমিটির নেতারা।
আরএসএম/কেএসআর/এএসএম