পাবনায় ক্রিকেট বোর্ড টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানকে গণসংবর্ধনা


প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন ক্রিকেট বোর্ড টুর্নামেন্ট কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল আলম স্বপন চৌধুরী।

উত্তরঙ্গের কৃতি সন্তান বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক মো. সাইফুল আলম স্বপন চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পাবনায় গণসংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।

এর আগে স্বপন চৌধুরী দুপুর ২টায় একটি বেসরকারি হেলিকপ্টার যোগে পাবনা স্টেডিয়ামে এসে পৌঁছালে পাবনা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, খেলোয়াড়, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক শুশিল সমাজ ও সাংবাদিকসহ ক্রীড়া সংগঠকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় সাইফুল আলম স্বপন চৌধূরী, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মোশারোফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল হোসেন বাদশা, জেলা যুবলীগ সভাপতি শরীফ উদ্দিন প্রধানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

গত সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমূল হাসান পাপন এমপির সভাপতিত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় সর্বসম্মতক্রমে উত্তরঙ্গের কৃতি সন্তান বিশিষ্ট ক্রীড়া সংগঠক স্বপন চৌধুরীকে ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

স্বপন চৌধুরী পাবনা জেলা ক্রীড়া সংস্থার সহসম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ধ্রুব-রুদ্র ক্রিকেট ক্লাব, পাবনা রাইফেল ক্লাব, রোটারী ক্লাবের সাবেক সভাপতি, উত্তরণ সাহিত্য আসরের আজীবন সদস্যসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

একে জামান/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।