পূর্বাঞ্চলের তিন রুটে চালু হচ্ছে নতুন তিন জোড়া ট্রেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের চট্টগ্রাম-ঢাকা, চট্টগ্রাম-চাঁদপুর এবং সিলেট-ময়মনসিংহ রুটে নতুন তিন জোড়া ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল।

আরও পড়ুন>> ৮ বিশেষ ট্রেনে রেলওয়ের আয় ১৪ লাখ ৭০ হাজার টাকা

সোমবার (৩০ জানুয়ারি) রেলওয়ে সূত্রে জানা গেছে— এ তিন রুটে নতুন তিন জোড়া আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চল এসব ট্রেন চালানোর বিষয়ে প্রস্তাবনা পাঠিয়েছে রেল মন্ত্রণালয়ে।

বর্তমানে রেলওয়ে পূর্বাঞ্চলে ১৯৬টি ট্রেন চলাচল করার কথা। কিন্তু কোচ সংকট, ইঞ্জিন সংকট, স্টেশন মাস্টারসহ বিভিন্ন পদে জনবল সংকট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ডাবল লাইন সম্পূর্ণ না হওয়ায় বন্ধ রয়েছে ৫৬টি ট্রেন। এ পরিস্থিতি বদলাতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে (পূর্ব)। একটি প্রকল্পের আওতায় কোরিয়া থেকে নতুন ১৫০টি মিটারগেজ কোচ আসছে। এরই মধ্যে দেশে এসেছে ১৫টি মিটারগেজ কোচ।

আরও পড়ুন>> সিগন্যালের ভুলেই রুপসা-মিতালী এক্সপ্রেস দুর্ঘটনা

পূর্বাঞ্চল রেলওয়ে কর্মকর্তারা বলছেন, রেল নিয়ে তিন ধরনের পরিকল্পনা রয়েছে। একটি স্বল্পমেয়াদি, অন্য দুটি মধ্য ও দীর্ঘমেয়াদি। স্বল্পমেয়াদি পরিকল্পনায় কিছু রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালানোর বিষয়ে সমীক্ষা চলছে। যাত্রী চাহিদা বিবেচনায় নতুন ট্রেন চালু করা হবে।

আরও পড়ুন>>২০২২ সালে ৮৮.৬৭ শতাংশ ট্রেন যথাসময়ে ছেড়েছে

আরএসএম/এমএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।