ডিএমপির ৩০ সহকারী কমিশনারকে বদলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৩০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: ডিবির জ্যাকেটে ‘কিউআর কোড’, তবু থামছে না প্রতারকরা

মঙ্গলবার (৩১ জানুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

বদলি কর্মকর্তারা হলেন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার কুদরত-ই-খোদা শুভকে ট্রাফিক-লালবাগ বিভাগের ফুলবাড়ীয়া জোনে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. রওশন আলীকে সচিবালয়ের নিরাপত্তা বিভাগে, ট্রাফিক-ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জাহিদ আহসানকে ডিএমপির পরিবহন বিভাগ, ট্রাফিক-উত্তরা পশ্চিম জোনের মোহাম্মদ সাইফুল মালিককে সিটি-ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে, পিওএম-উত্তরা বিভাগের মো. আরিফুল ইসলামকে ট্রাফিক-রামপুরা জোনে, ডিএমপির নব কুমার বিশ্বাসকে ট্রাফিক ধানমন্ডি জোনে, ডিএমপির পরিবহন বিভাগের মো. শইমী ইমতিয়াজকে ট্রাফিক-মতিঝিল জোনে, ট্রাফিক-ফুলবাড়ীয়া জোনের মো. সালাহউদ্দিনকে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, ট্রাফিক-রামপুরা জোনের মো. তানভীর রহমানকে সিটি ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে, পেট্রোল-তেজগাঁওয়ের স্নেহাশীষ কুমার দাসকে ট্রাফিক-তেজগাঁও জোনে, প্রটেকশন বিভাগের কপিল দেব গাইনকে ওয়ারী বিভাগে এবং ট্রাফিক-মতিঝিল বিভাগের এস. এম. বজলুর রশিদকে প্রটেকশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়।

আরও পড়ুন: পুলিশের নজর এখন রাতের ঢাকাকে নিরাপদ রাখায়

এছাড়া উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার কাজী নুরে আলমকে প্রটেকশন বিভাগে (বঙ্গভবন নিরাপত্তা) ডিএমপির অপারেশন বিভাগের মো. রেজাউল করিম ভূঞাকে পিওএম-দক্ষিণ বিভাগে, মতিঝিল বিভাগের খন্দকার রেজাউল হাসানকে গুলশান বিভাগে, ওয়ারী বিভাগের বিপ্লব কুমার রায়কে অপারেশনের ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে, ট্রাফিক-তেজগাঁও জোনের কাজী মিজানুর রহমানকে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগে, ট্রাফিক-উত্তরা পূর্ব জোনের মো. রফিকুল ইসলামকে পিওএম-পশ্চিম বিভাগে, রমনা বিভাগের মো. আজিজুল হককে প্রটেকশন বিভাগে, ডিএমপির মো. আলম মিয়াকে সুপ্রিম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগে, ডিএমপির মো. আবুল বাসারকে রমনা বিভাগে, ডিএমপির মো. ওহিদুজ্জামান মোল্লাকে ওয়ারী বিভাগে, ডিএমপির মো. দাদন ফকিরকে পিওএম-উত্তরা বিভাগে, ডিএমপির কাজী ওয়াজেদ আলীকে পিআরঅ্যান্ডএইচআরডি বিভাগে, ডিএমপির মো. শহীদুল হককে মতিঝিল বিভাগে, ডিএমপির মো. আবু হাজ্জাজকে ট্রাফিক উত্তরা বিভাগে, ডিএমপির মিজানুর রহমানকে অপারেশন্স বিভাগে, ডিএমপির খন্দকার ইফতেখার হোসেনকে ট্রাফিক উত্তরা পূর্ব জোনে, ডিএমপির মো. আখতার হোছাইনকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে এবং ডিএমপির মো. আকতার হোসেন মিয়াকে পেট্রোল-উত্তরা পূর্ব জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়।

টিটি/বিএ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।