খিলগাঁওয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৫ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার ব্যক্তির নাম কালন মিয়া (৪৫)।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, রাজধানীর খিলগাঁও থানাধীন রসুলবাগ এলাকা থেকে ধর্ষণের ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি কালন মিয়াকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়েছে।

অধিনায়ক জানান, আসামি অভিযোগের সত্যতা স্বীকার করেছে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতারের ভয়ে সে খিলগাঁও এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আরএসএম/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।