ডিএমপির এয়ারপোর্ট জোনসহ চার এডিসিকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (৫ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।
যাদের বদলি করা হয়েছে
মিরপুর বিভাগের দারুসসালাম জোনের এডিসি এ.জেড.এম তৈমুর রহমানকে সিটি-ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিংয়ে, ডিএমপির প্রটেকশন বিভাগের মো. জামিনুর রহমান খানকে দারুসসালাম জোনে, সিটি-ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিংয়ের মো. তৌহিদুল ইসলামকে উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে ও এয়ারপোর্ট জোনের তাপস কুমার দাসকে ডিএমপির প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।
আরও পড়ুন : ডিএমপির ৩০ সহকারী কমিশনারকে বদলি
আরও পড়ুন : যে কারণে প্রধানমন্ত্রীর কাছে কোনো দাবি-দাওয়া তুলে ধরেনি পুলিশ
টিটি/জেডএইচ/জেআইএম