বিটাকে কাটিং টুল টেকনোলজি সম্মেলন

চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে কাটিং টুল টেকনোলজির মাস্টার ট্রেইনার ট্রেনিং বিষয়ে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রে (বিটাক) দিনব্যাপী এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) বিটাকের টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে এ সম্মেলন হয়।
বিটাকের মহাপরিচালক আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন টুল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক সৈয়দ ইহসানুল করিম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআইয়ের কৌশলগত উদ্ভাবন বিশেষজ্ঞ আসাদ উজ জামান।
এসময় বিটাকের মহাপরিচালক বলেন, চতুর্থ শিল্পবিপ্লব বর্তমান সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছে। আগামী দিনে বিশ্বের বুকে মাথা উঁচু করে বেঁচে থাকতে এ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে সংশ্লিষ্ট জনশক্তিকে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া এবং উন্নতমানের মেশিন ও যন্ত্রপাতি আমদানি, তৈরি, মেরামত ও স্থাপনের জন্য বিটাক কাজ করে যাচ্ছে।
এসময় ইহসানুল করীম বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের ধারণা অনেক বিস্তৃত। তার অংশ হিসেবে কাটিং টুল টেকনোলজির মাস্টার ট্রেইনার তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এনএইচ/এমআইএইচএস/জিকেএস