সংস্কৃতির বিকাশ ঘটানোর আহ্বান প্রধানমন্ত্রীর


প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

সমাজকে এগিয়ে নিতে সংস্কৃতির বিকাশ ঘটানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে রাজধানীর নিউ বেইলি রোডে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সংস্কৃতিকর্মীদের অবদান রয়েছে। বাংলাদেশে বিশ্বমানের একটি থিয়েটার নির্মাণেরও ইচ্ছা পোষণ করেন শেখ হাসিনা।

‘নারী অধিকার-শতাব্দীর অঙ্গীকার’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে অনগ্রসর নারীর উন্নয়নে কর্মরত বাংলাদেশ মহিলা
সমিতির নবনির্মিত কমপ্লেক্স ভবনের উদ্বোধনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, থিয়েটারের প্রতি আমার আগ্রহ আছে। আগে আমি প্রায়ই থিয়েটারে নাটক দেখতাম। এখনও দেশের বাইরে গেলে থিয়েটারে নাটক দেখি।

পদ্মাসেতুর পাড়ে একটি অত্যাধুনিক কনভেনশন সেন্টার নির্মাণ করা হবে, সেখানেও এই থিয়েটার হতে পারে।

শেখ হাসিনা বলেন, আমরা উন্নত-সমৃদ্ধ দেশ গড়তে চাই। সেজন্য নারী এবং পুরুষ উভয়কেই এগিয়ে নিতে হবে।

এএসএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।