রাজধানীতে টিকিট কালোবাজারি চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩
প্রতীকী ছবি

রাজধানীর বিমানবন্দর ও কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে টিকিট কালোবাজারি চক্রের অন্যতম মূলহোতাসহ চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, বুধবার রাজধানীর বিমানবন্দর ও কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এতে টিকিট কালোবাজারি চক্রের অন্যতম হোতাসহ চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজত থেকে মজুত করা বিপুল পরিমাণ ট্রেনের টিকিট জব্দ করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আরএসএম/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।