দগ্ধ সুমাইয়া যেন ছেলেটির জন্য বেঁচে থাকে


প্রকাশিত: ০৮:১০ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর উত্তরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃত দুই শিশুর দাফন তাদের নানা বাড়ি বরিশালে সম্পন্ন হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর চৌমাথা সংলগ্ন মারকাজ মসজিদের গোরস্থানে শিশু শাহালিন বিন শাহনেওয়াজ (১৫) ও জায়ান বিন শাহনেওয়াজকে (দেড় বছর)  দাফন করা হয়।

এর আগে নবগ্রাম রোডের ঈদগাহ মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। বরিশালের নবগ্রাম রোডের নানা বাড়িতে দুই ভাইয়ের মৃতদেহ পৌঁছার সঙ্গে সঙ্গে শোকে স্তব্দ হয়ে পড়েন তাদের স্বজনরা। পুরো এলাকায় নেমে আসে শোক। এলাকাবাসীও কান্নায় ভেঙে পড়েন।

স্বজনরা জানান, রাজধানীর উত্তরায় শুক্রবার মার্কিন দূতাবাসের প্রকৌশলী মোহাম্মদ শাহনেওয়াজের বাসার রান্নাঘরের গ্যাসলাইন বিস্ফোরণে পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন। শাহনেওয়াজ (৫০), তার স্ত্রী সুমাইয়া আক্তার (৪০), তিন ছেলে শাহালিন বিন শাহনেওয়াজ (১৫), জারিফ বিন শাহনেওয়াজ (১১) ও জায়ান বিন শাহনেওয়াজকে (দেড় বছর) দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয়েছিল।

আগুনে শাহনেওয়াজের শরীরের ৯৫ শতাংশ, তার স্ত্রীর শরীরের ৯০ শতাংশ, শাহলিনের ৮৮ শতাংশ ও জায়ানের শরীরের ৭৪ শতাংশ পুড়ে গিয়েছিল। শুক্রবার বিকেলে এক ঘণ্টার ব্যবধানে দেড় বছরের জায়ান এবং ১৫ বছরের শাহালিন মারা যায়।

শনিবার সন্ধ্যায় শাহনেওয়াজেরও মৃত্যু হয়। শরীরের ৯০ ভাগ পোড়া নিয়ে সুমাইয়া হাসপাতালে রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। মেজ ছেলে জারিফকে শুক্রবারই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। শনিবার ঢাকা থেকে দুইভাইয়ের মৃতদেহ গাড়িযোগে বরিশালে পাঠানো হয়।

"
মৃতদেহ পৌঁছলে স্বজন ও এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে সেখানকার বাতাস ভারী হয়ে ওঠে। মৃতদেহ রাখার স্থান অতিক্রমকালে পথচারীদেরও অঝোরে কাঁদতে দেখা গেছে। নবগ্রাম রোডের ঈদগাহ মসজিদে দুই ভাইয়ের নামাজে জানাজা চলছিল তখন খবর আসে তাদের বাবাও মারা গেছেন। জানাজা শেষ করে এ খবর পাওয়ার পর আবারো কান্নায় ভেসে যায় স্বজন ও এলাকাবাসী।

এরপর শাহনেওয়াজের স্ত্রী সুমাইয়ার জন্যও চিন্তিত হয়ে পড়েন স্বজনরা। এ জন্য ঢাকায় থাকা স্বজনদের নিকট বরিশালের নবগ্রাম রোড থেকে বারবার ফোন করা হয়। তারা জানান, তার অবস্থাও ভালো নয়। আল্লাহর কাছে দোয়া করো সুমাইয়া যেন ছোট ছেলেটির জন্য বেঁচে থাকে।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি উত্তরায় ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের একটি সাততলা ভবনের সপ্তমতলার ভাড়া করা ফ্ল্যাটে শাহনেওয়াজ তার পরিবার নিয়ে উঠেছিলেন।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।