হাতিয়াকে জেলা করার দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

কৃষি ও মৎস্য নির্ভর শিল্পে হাতিয়া অর্থনৈতিক জোন হওয়ার যোগ্যতা অর্জন করে হাতিয়াকে জেলা করার দাবি জানিয়েছে  হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদ। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, বৃহত্তর হাতিয়া বাংলাদেশের একমাত্র উপজেলা, যার অভ্যন্তরীন শতাধিক মাইল নৌ-সীমা রয়েছে, পাশাপাশি সমুদ্র সীমাও রয়েছে। সুতরাং ভৌগলিক গঠনে জলপথ, স্থলপথ, জনজীবন ও সম্পদ নিরাপত্তা বিধানে বর্তমানে যথেষ্ট।

তারা আরো বলেন, প্রাচীনকালে হাতিয়ায় প্রস্তুতকৃত নৌকা চীন, পর্তুগীজ রফতানি হত। বর্তমানে জাহাজ সামরিক অনুশীলন চর্চা কেন্দ্র স্থাপন করেছে। এভাবে আরো অন্যান্য যা আছে সকল গুরুত্ব সম্ভাবনায় হাতিয়া জেলা হওয়া দরকার।

মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক ফজলে আজীম তুহিনের সভাপতিত্বে হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।