বইমেলায় জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেয়া হবে
অমর একুশে বইমেলায় শিলা বৃষ্টির কারণে সৃষ্টি জলবদ্ধতায় ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, আগামী বছর বইমেলায় যাতে জলাবদ্ধতার সৃষ্টি না হয় এজন্য ব্যবস্থা নেয়া হবে।
রোববার বিকেলে বাংলা একাডেমির নজরুল মঞ্চে ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিকের "আমার ছাত্র রাজনীতি এবং জাতির জনক কন্যা শেখ হাসিনা" বইটির মোড়ক উন্মোচন শেষে তিনি এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ফেব্রুয়ারি মাসে এমন বৃষ্টি ছিল অনাকাঙ্খিত। হঠাত বৃষ্টিতে পানিতে ডুবে গেছে সব কিছু। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছে আগামী বছর যাতে এমন ক্ষতির মুখে পড়তে না হয় সেজন্য জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিকেলে মেলা যাতে আরো সুন্দর হয় সেদিক নজর দেয়া হবে বলেও জানান সাঈদ খোকন।
বইটির লেখককে উদ্দেশ্য করে তিনি বলেন, কাউন্সিলরদের মধ্যে মানিক খুবই কর্মঠ। দিন রাত অক্লান্ত পরিশ্রমের মাঝে সময় করে তাই এই বই লেখার গল্প অন্যদেরকে অনুপ্রেরণা যোগাবে।
এমএম/এসকেডি/পিআর