আগামী বছরের জানুয়ারিতে দীপিকার অভিষেক!


প্রকাশিত: ১২:০৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৬

বলিউড থেকে আজকাল হলিউডে পাড়ি জমাচ্ছেন অনেকেই। ঐশ্বরিয়া রাই, ইরফান খান ও প্রিয়াংকা চোপড়ার পর সে তালিকায় নাম লিখিয়েছেন বলিউডের হালের ক্রেজ দীপিকা পাডুকোনও। সম্প্রতি অভিনয় করছেন হলিউডে একশন ফ্লিক ছবি ‘থ্রিএক্স’-এ।

জানা গেছে, ইতোমধ্যেই বলিউডের দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা হচ্ছে দীপিকার ছবিটি নিয়ে। ভক্তরা উন্মুখ হয়ে বসে আছেন কবে আসবে প্রিয় নায়িকার প্রথম হলিউডি মুভি। দর্শকদের সকল জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা করলো ‘থ্রিএক্স’ নির্মাতা কর্তৃপক্ষ।

সম্প্রতি টুইটারে দেয়া এক বার্তায় জানানো হয়েছে, ২০১৭ সালের জানুয়ারির ২০ তারিখেই প্রিমিয়ার হবে দীপিকার প্রথম হলিউডের ছবি।

ছবিটিতে দীপিকার বিপরীতে রয়েছেন ফাস্ট এন্ড ফিউরিয়াস খ্যাত অভিনেতা ভিন ডিসেল।

আরএএইচ/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।