আমিরাত গেলেন নৌপ্রধান

আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী (আইডিইএক্স-২০২৩) ও জিইএস নৌবাহিনী প্রতিরক্ষা প্রদর্শনীতে (এনএভিডিইএক্স) অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত গেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।
সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) নৌপ্রধান ঢাকা ত্যাগ করেন। নৌপ্রধানের ঢাকা ত্যাগকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিক বিদায় জানান সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) ও ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, সংযুক্ত আরব আমিরাত সফরকালে নৌবাহিনী প্রধান আইডিইএক্স-২০২৩ ও এনএভিডিইএক্স উপলক্ষে আয়োজিত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
আন্তর্জাতিক এ সমুদ্র মহড়া ও প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, উচ্চ পর্যায়ের প্রতিনিধি, পর্যবেক্ষক, সমর বিশারদ এবং সামরিক ব্যক্তিরা অংশগ্রহণ করবেন।
সফরকালে তিনি সংযুক্ত আরব আমিরাতের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল পাইলট সাঈদ বিন হামদান আল-নাহিয়ানসহ বিভিন্ন দেশের উচ্চপদস্থ নৌ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
নৌপ্রধানের এ সফর সংযুক্ত আরব আমিরাতসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোড়দার করবে বলে আশা করছে আইএসপিআর।
টিটি/কেএসআর/এএসএম