নারায়ণগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতরা হলেন- মো. আসলাম (৪৮) ও মো. রনি (৩৫)। এ ঘটনায় রফিকুল ইসলাম (৪০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার কাঁচপুরের খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই জহুরুল ইসলাম জানান, জমিজমা নিয়ে তার অন্য দুই চাচার পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার দুই পরিবার সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে অভিযুক্ত মহিউদ্দিন, গোলাম মোস্তফা, মামুন, মফিজুল, মারুফসহ আরও কয়েকজন অপর পক্ষের আসলাম, রনি, রফিকুলকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত রফিকুল ঢামেকে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, নিহতরা সোনারগাঁ উপজেলার কাঁচপুরের খাসপাড়া এলাকার মো. সানা উদ্দিনের সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এএএইচ/জেআইএম/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।