টি-টোয়েন্টিতে পাকিস্তানের সেঞ্চুরি


প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০১৬

প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচ খেলার রেকর্ড গড়লো পাকিস্তান। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নেমে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করে পাকিস্তান।

২০০৬ সালের ২৮ আগস্ট প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামে পাকিস্তান। ব্রিস্টলে ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচটি ছিলো টি-টোয়েন্টি ইতিহাসের অষ্টম ম্যাচ। বোলার-ব্যাটসম্যানদের দুর্দান্ত নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ৫ উইকেটের জয় পায় পাকিস্তান।

এরপর আরও ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে তারা। এরমধ্যে ৫৬টি ম্যাচ জিতে পাকিস্তান। হারের স্বাদ পায় ৩৯টি ম্যাচে। আর ৩টি ম্যাচ হয় টাই। টাই হওয়া ম্যাচে সুপার ওভারে ১টিতে জিতলেও, ২টিতে হারের স্বাদ নেয় পাকিস্তান।

দ্বিতীয় সর্বোচ্চ ৮৮টি ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। তৃতীয় সর্বোচ্চ ৮৪টি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ ম্যাচ খেলেছে ৫৩টি। ১৭টি ম্যাচে জিতলেও, ৩৫টি ম্যাচে হারের স্বাদ পায় টাইগাররা।

টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ম্যাচ খেলা প্রথম পাঁচ দলের পরিসংখ্যান:
দল                       ম্যাচ      জয়      হার      টাই     (জয়/হার)
পাকিস্তান                 ১০০*    ৫৭       ৩৯       ৩     (১/২) ৫৯.০৯
নিউজিল্যান্ড              ৮৮       ৪২       ৩৯       ৫     (২/৩) ৫১.৭৪
দক্ষিণ আফ্রিকা           ৮৪       ৫১       ৩২       ০         ৬১.৪৪
অস্ট্রেলিয়া                ৮১       ৪০       ৩৮       ২      (০/২) ৫১.২৫
ইংল্যান্ড                  ৮১       ৩৮       ৩৮       ১      (১/০) ৫০.০০

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।