রাজধানীতে ইয়াবাসহ ৯ মাদক ব্যবসায়ী আটক
রাজধানীর দারুসসালাম থেকে ৭০ হাজার ইয়াবা ও দুটি প্রাইভেটকারসহ ৯ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি (গোয়েন্দা) পুলিশ। সোমবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশে উপ কমিশনার (গণমাধ্যম) মারুফ হোসেন সরদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ী ভূট্টোসহ ৯ জনকে আটক করা হয়েছে। এছাড়া এ সময় তাদের ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
সকাল সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এআর/আরএস/পিআর