মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর থেকে ইয়াবা ও গাঁজা চুরি


প্রকাশিত: ০২:৪২ এএম, ০১ মার্চ ২০১৬
ফাইল ছবি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ কার্যালয়ে রাখা ১ লাখ ৮১ হাজার ৯১৩ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। চুরি যাওয়া এসব মাদকের বাজার মূল্য সোয়া ৫ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। রোববার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন টেকনাফ (তদন্ত) পরিদর্শক তপন কান্তি শর্মা।

তিনি জানান, মামলার সাক্ষ্য দিতে তিনি রাঙামাটি এবং অফিসের দায়িত্বরত ২ জন সিপাহী কক্সবাজারে অবস্থান করছিলেন। এ সুযোগে সংঘবদ্ধ চোরের দল প্রশাসনিক এলাকায় দুর্ধর্ষ এ চুরি করে। তিনি আরও জানান, সোমবার বিকালে একই ভবনে অবস্থিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আবছারের মাধ্যমে চুরির খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন।

এদিকে চুরির খবরে সন্ধ্যায় কক্সবাজার অফিসের উপ-পরিচালক সুবোধ কুমার বিশ্বাস টেকনাফে পৌঁছান।  টেকনাফ অফিসে এসে তিনি ইয়াবা চুরি হওয়ার বিষয়টি অবগত হন। পরে তিনি বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করেন।

খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বিজিবি ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানা গেছে, সংঘবদ্ধ চোরের দল প্রথমে অফিসের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে পরে ইয়াবা রাখা স্টিলের আলমারিটি ভেঙে ১ লাখ ৮১ হাজার ৯১৩ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজা চুরি করে। এ সময় আলমারিতে গত এক বছর যাবৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক জব্দকৃত প্রায় ২ লাখ ইয়াবা ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত চুরির এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।

ধারণা করা হচ্ছে, চোরের দল দীর্ঘ দিন ধরে পর্যবেক্ষণ ও পরিকল্পনা করে দুর্ধর্ষ এ চুরি করেছে।

টেকনাফ মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, তিনি বিষয়টি অবগত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে উপজেলা কমপ্লেক্স এলাকার মতো প্রশাসনিক এলাকায় দূর্ধর্ষ এ চুরির ঘটনাকে অনেকে রহস্যজনক বলে মনে করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সপ্তাহ খানেক আগে এ অফিসের কর্মরত ২ জন সহকারী উপ-পরিদর্শক ও ২ জন সিপাহীসহ ৪ জনকে একযোগে অন্যত্র বদলি করা হয়। ঘটনার দিন গুরুত্বপূর্ণ এ অফিসে কোন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন না। এ সুযোগ কাজে লাগিয়ে চুরির ঘটনা ঘটেছে।

সায়ীদ আলমগীর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।