সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোরবান আলীকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে কাশিনাথপুর বাজার থেকে বাড়ি ফেরা পথে তাকে কুপিয়ে হত্যা করে। তিনি উপজেলার সরাতৈল গ্রামের আলহাজ্ব আব্দুল আজিজের ছেলে।
এলাকাবাসী জানায়, কায়েমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোরবান আলী সোমবার রাতে পাবনা জেলার কাশিনাথপুর বাজার থেকে দুই বন্ধুর সঙ্গে নিজ বাড়ি শাহজাদপুর সরাতৈল গ্রামে ফিরছিলেন। কিছু দূর যাওয়ার পর সন্তাবাজ গ্রাম সংলগ্ন সড়কের উপর ১০/১২ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। তাকে ধরে গলায় ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, দীর্ঘদিন ধরে এই গ্রামের মোল্লা ও ডোগলা গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে গত ২০১২ সালে দুটি খুনের ঘটনাও ঘটে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিবাদ চলে আসছিল। এই ঘটনার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাদল ভৌমিক/এসএস/পিআর