হবিগঞ্জে শিশু হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০৮:১৪ এএম, ০১ মার্চ ২০১৬

হবিগঞ্জে শিশু মেহেদী হাসান (৮) হত্যার ঘটনায় এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীনের আদালত এ আদেশ দেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হলেন-বানিয়াচং উপজেলার ত্রিকর মহল্লার মৃত জালাল উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৩০)। আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়। উক্ত মামলার অপর দুই আসামি সিরাজ মিয়া ও সালেহ আহমদকে বেকসুর খালাস দেয়া হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৭ সালের ৮ অক্টোবর বেলা ১১ টায় বানিয়াচং উপজেলা সদরের ত্রিকর মহল্লার মধ্যপ্রাচ্য প্রবাসী আব্দুল হামিদের একমাত্র ছেলে মেহেদী হাসানকে (৮) ছবি তোলার প্রলোভন দেখিয়ে তার মায়ের মোবাইল ফোনসহ ডেকে নেয় আব্দুর রশিদ। এরপর থেকে সে নিখোঁজ ছিল। দীর্ঘক্ষণ মেহেদী বাড়ি না ফেরায় তার মা স্বপ্না বেগম স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তল্লাশি চালিয়ে তাকে খুঁজে পেতে ব্যর্থ হন।

এ বিষয়ে ওইদিনই বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বপ্না বেগম। পরে পুলিশ আব্দুর রশিদকে আটক করে তার দেয়া তথ্য মতে চৌধুরীপাড়া প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের একটি জঙ্গলের কাঁদা পানিতে পুঁতে রাখা মেহেদী হাসানের লাশ উদ্ধার করে। এর আগে তার নিকট থেকে স্বপ্না বেগমের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বপ্না বেগম বাদী হয়ে পর দিন থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। উক্ত মামলায় ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল আহাদ ফারুক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) সালেহ উদ্দিন।

এখলাছুর রহমান খোকন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।