পতেঙ্গায় ২০ মণ জাটকা জব্দ, ১৭ জেলেকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০১ মার্চ ২০২৩

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ২০ মণ জাটকা জব্দ করা হয়েছে। এসময় ১৮ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ১৭ জেলেকে পাঁচ হাজার টাকা করে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

বুধবার (১ মার্চ) দুপুরে পতেঙ্গা ১৫নং ঘাট সংলগ্ন নদীতে ‘এফভি শারমিন’ নামের একটি ফিশিং ট্রলারে এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসন, বাংলাদেশ নৌ-বাহিনী ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত অভিযানের নেতৃত্ব দেন। তিনি বলেন, ‘জব্দকৃত প্রায় ২০ মণ মাছ স্থানীয় ছয়টি মাদরাসা, সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ৯টি এতিমখানা ও শিশু নিবাসে বিলি করা হয়েছে।’ এসময় বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট মো. সায়েম উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।