৫৭ বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ
দীর্ঘ তিন মাস ১৮ দিন ভারতে কারাভোগের পর ৫৭ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার সীমান্ত নদী কালিন্দি জিরো পয়েন্টে এলাকায় তাদের ফেরত দেয়া হয়।
ভারতীয় শমসেরনগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশের কৈখালী বিজিবি ক্যাম্প সদস্যদের কাছে তাদের হস্তান্তর করে। ফিরে আসা জেলেরা কক্সবাজার ও নোয়াখালী জেলার বাসিন্দা। এ সময় জেলেদের ব্যবহৃত দুইটি নৌকাও হস্তান্তর করা হয়।
কারাভোগের পর ফিরে আসা জেলেরা জানান, ঘন কুয়াশার মধ্যে মংলা বন্দর এলাকার রায়পুর নদীতে মাছ ধরতে গিয়ে ভারতের অংশে ঢুকে পড়লে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে।
শ্যামনগরের কৈখালী বিজিবি ক্যাম্পের সুবেদার জসিম উদ্দিন জাগো নিউজকে বলেন, বাংলাদেশি ৫৭ জেলেকে ভারতে কারাভোগের পর ফেরত দিয়েছে বিএসএফ। এ সময় ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের এসি গিরিশচন্দ্র, শমসেরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকেশ চ্যাটার্জী, সুন্দরবন কোস্টাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান এবং বাংলাদেশি ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা মেজর আব্দুল্লাহ আল মামুন ও শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন উপস্থিত ছিলেন।
এসএস/এমএস