আওয়ামী লীগের দফতর উপ-কমিটির সভা বুধবার
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে সফল করার লক্ষ্যে দফতর উপ-কমিটির পক্ষ থেকে সভা আয়োজন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ মার্চ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দফতর উপ-কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বুধবারের সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
এএসএস/একে/আরআইপি