গণমাধ্যমের কণ্ঠরোধকারী এ সরকার টিকতে পারবে না
সাংবাদিক ও গণমাধ্যমের কণ্ঠরোধ করে কােনো সরকারই টিকতে পারেনি, এই সরকারও টিকতে পারবে না বলে মনে করেন ৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের নেতারা।
মঙ্গলবার ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খােকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাবেক ছাত্রনেতারা এ মন্তব্য করেন।
৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের নেতারা বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত পােষন করা অপরাধ নয়, গুরুত্বপূর্ণ অধিকার মাত্র। মিথ্যা ও বানোয়াট অভিযোগে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিক নেতা শওকত মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সাবেক ছাত্রনেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানীসহ রাজনৈতিক নেতাকর্মীদের কারাগারে আটক রাখা হয়েছে।
তারা বলেন, ভিন্নমত প্রকাশের পথ রুদ্ধ করে ফ্যাসিবাদী শাসন কায়েম অব্যাহত রাখার জন্যই এ সকল নেতৃবৃন্দকে বন্দী করে রাখা হয়েছে।
ভোটারবিহীন গণবিচ্ছিন্ন সরকারের এই ধরনের হীন আচরণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে কারাবন্দী সাংবাদিক নেতাসহ সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবি করেন সাবেক এই ছাত্রনেতারা।
বিজ্ঞপ্তিতে আরো স্বাক্ষর করেন, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুল, সাইফুদ্দিন আহমেদ মনি, খন্দকার লুৎফর রহমান, আসাদুজ্জামান আসাদ, সালাহউদ্দিন তরুণ।
এমএম/একে/আরআইপি