জাবিতে ছাত্রদল কর্মীকে পেটালো ছাত্রলীগ


প্রকাশিত: ১২:৩৭ পিএম, ০১ মার্চ ২০১৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক কর্মীকে পিটিয়ে আহত করছে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাত্রদলকর্মী ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৪১তম ব্যচের শিক্ষার্থী গোলাম সরোয়ার তুুহিন বিভাগে ক্লাস শেষ করে বটতলায় খেতে যায়।

এ সময় শহীদ রফিক-জব্বার হল ছাত্রলীগ সভাপতি নওশাদ আলম অনিকের নেতৃত্বে আইন ও বিচার বিভাগের ৪১তম ব্যাচের কামরুল হাসান ও নাজমুল হাসান বিয়াল এবং ৪২তম ব্যাচের রাশেদ খান মিনন (আইন ও বিচার বিভাগ), শামীম আহমেদ (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ), সাব্বির আহমেদ (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ), সাইফুল ইসলাম (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ), শরিফ হোসেন লস্কর (নৃবিজ্ঞান বিভাগ), আশিকুর রহমান (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ) সহ ৮-১০ জন ছাত্রলীগ নেতাকর্মী তাকে মারধর করে।

পরে আহত অবস্থায় তুহিন বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নেন।

এ বিষয়ে জানতে চাইলে আহত গোলাম সরোয়ার তুুহিন বলেন, আমি ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত নই। বিভাগের বড় ভাইয়েরা ছাত্রদলের রাজনীতি করে। তাদের সাথে কোচিং ব্যবসা করার কারণে আমার ওঠাবসা। এই কারণে হলের ছাত্রলীগ নেতাকর্মীরা আমাকে ছাত্রদল সন্দেহে মারধর করে। এর আগে একই কারণে আমাকে হল থেকে বের করেও দেয়া হয়।

শহীদ রফিক-জব্বার হল ছাত্রলীগ সভাপতি নওশাদ আলম অনিকের কাছে মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছাত্রদলের নতুন কমিটি দেয়ায় তারা ক্যাম্পাসে মুভ করে নিজেদের তৎপরতার মাধ্যমে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছিল। যা শুনে আমরা সেখানে গিয়ে তাকে মারধর করি।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত বলেন, অতি দ্রুত এর বিচার না হলে যে কোনো ধরনের কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। এর জন্য কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর তপন কুমার সাহাকে ফোন দিলে তিনি মিটিংয়ে আছেন বলেন জানান।

হাফিজুর রহমান/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।