নিউজ টুয়েন্টিফোরে যোগ দিলেন ফারুক হোসেন


প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০১ মার্চ ২০১৬

নিউজ টুয়েন্টিফোর এ প্রধান প্রতিবেদক হিসেবে যোগ দিয়েছেন ফারুক হোসেন। মঙ্গলবার দুপুরে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন তিনি।
 
এর আগে দীর্ঘ ৯ বছর চ্যানেল আইয়ে কর্মরত ছিলেন ফারুক হোসেন। দৈনিক আজকের কাগজে সাংবাদিকতা শুরু করেন তিনি। ২০০১ সালে টেলিভিশন রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন এটিএন বাংলায়। পরে যোগ দেন চ্যানেল ওয়ানে।

সাংবাদিকতা জীবনে তিনি বেশিরভাগ সময় কাজ করেছেন রাজনৈতিক বিটে। সর্বশেষ চ্যানেল আইয়ে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কার্যালয়ের নিউজ ছাড়াও প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় বিটে কাজ করেছেন।

প্রসঙ্গত, নিউজ টুয়েন্টিফোর ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিকানাধিন সংবাদ ভিত্তিক বেসরকারি চ্যানেল হিসেবে শিগগিরই আসছে।

এসএ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।