করোনায় প্রাণ হারানো ৭ স্বাস্থ্যকর্মীর পরিবারকে আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ০৫ মার্চ ২০২৩

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পাশে থেকে সেবা দিতে নিয়ে প্রাণ হারানো সাত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে সরকার।

রোববার (৫ মার্চ) রাজধানীর মহাখালীর বিএমআরসি ভবনে এক অনুষ্ঠানে সাত পরিবারের সদস্যদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়। এসময় প্রত্যেকে পরিবারকে দুই লাখ টাকা করে দেওয়া হয়।

কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, কোনো কিছু দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ করা যায় না। তবে, সরকার তাদের কাজের স্বীকৃতি ও অন্যান্য স্বাস্থ্যকর্মীকে উৎসাহ দিতে বিশেষ প্রণোদনা দিয়েছে। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এখনও সম্পূর্ণভাবে চালু হয়নি। এটি চালু হলে স্বাস্থ্যকর্মীরা আরও সুবিধা পাবেন।

jagonews24

তিনি বলেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যকর্মীরা কাজ করেছেন। এজন্য মাঠপর্যায়ের কর্মীরা প্রশংসা পাওয়ার যোগ্য। ২০২০ সালের ৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সে বলেছিলেন যারা করোনার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করছেন। সরকার তাদের উৎসাহ দিতে বিশেষ প্রণোদনা দেবে। এ বছর সাত এপ্রিল এ টাকা বরাদ্দ দেওয়া হয়।

কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) তুলসী রঞ্জন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহাদত হোসেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সহ-সভাপতি ডা. নার্গিস মাখদুম, শাহানারা এনডিসি, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ডেপুটি প্রোগ্রামার গীতা রানী প্রমুখ।

এএএম/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।