না.গঞ্জে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা


প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০১ মার্চ ২০১৬

নারায়ণগঞ্জ শহরের দুইটি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানগুলোতে অদক্ষ টেকনিশিয়ান, অপরিচ্ছন্নতাসহ নানা অনিয়মের অভিযোগে জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার সন্ধায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লার সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা সিভিল সার্জন অফিসের চিকিৎসক তারিকুল আদনানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  
 
নাহিদা বারিক জানান, নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আশেপাশে নীতিমালা না মেনে বেশ কিছু ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক গড়ে উঠে। এসব প্রতিষ্ঠানে অদক্ষ টেকনিশিয়ান, অপরিচ্ছন্নতাসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এতে করে জনসাধারণ নানাভাবে হয়রানিসহ ভোগান্তির শিকার হয়। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালিত হয়।   

তিনি আরো বলেন, অদক্ষ কর্মচারীসহ নানা অভিযোগের প্রমাণ পাওয়া গ্যাস্ট্রোলিভ ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা, অপরিষ্কারসহ নানা অনিয়মের অভিযোগে সিটি ব্লাড ব্যাংককে পাঁচ হাজার টাকা এবং ওয়ার্ডের বিছানাগুলো অপরিষ্কার থাকায় মেডিনূর ক্লিনিককে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

শাহাদাত হোসেন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।