শচীনের সিটে কোহলি
ভারতীয় ক্রিকেটের লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের সঙ্গে বর্তমান ক্রিকেট সেনসেশন বিরাট কোহলির তুলনা শুরু করেছে ভারতীয় গণমাধ্যম। অবশ্য ধারাবাহিক পারফরমেন্স, ব্যাটিংয়ের স্টাইল সবকিছুতেই কেমন জানি মিল খুঁজে পাওয়া যাচ্ছে এই ব্যাটিং গডের।
মঙ্গলবার দেশটির একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়, আগে শচীন টিম বাসের যে সিটে বসতেন এখন বিরাট সেই সিটেই বসেন। শচীন টিম বাসের বাম পাশের প্রথম সিটে বসতেন। অন্য কেউ চাইলেও এই সিটে বসতে পারতেন না। এখন এই সিট বিরাটের।
ওই প্রতিবেদনে আরো বলা হয়, মঙ্গলবার অনুশীলন থেকে হোটেলে ফেরার সময় বিরাটকে দেখা যায় শচীনের সিটে বসে আছেন। তার পেছনে রয়েছেন দলের ডিরেক্টর রবি শাস্ত্রী ও অন্যান্যরা।
এদিকে এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলার পর কোহলিকে নিয়ে ব্যাপক আলোচনা চলছে ভারতজুড়ে। আজকের ম্যাচে বিরাটের পারফরমেন্সই প্রমাণ করবে এই আলোচনা কতদিন কতদূর যাবে।
এসকেডি/এবিএস