অবৈধভাবে ঘি-বাটার তৈরি: কোম্পানির মালিক-ম্যানেজার কারাগারে
অবৈধভাবে ঘি ও বাটার তৈরির অপরাধে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি কোম্পানিকে এক লাখ টাকা জরিমানা করেছে বিএসটিআই। একই সঙ্গে কোম্পানির মালিক ও ম্যানেজারকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (৬ মার্চ) যাত্রাবাড়ীর কাজীরগাঁও চাঁদনী মাঠ এলাকায় মামুন ফুড প্রোডাক্টস নামে ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মঙ্গলবার (৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ম্যাপেল লিফ হোটেল অ্যান্ড রিসোর্টকে ২ লাখ টাকা জরিমানা
অবৈধভাবে ঘি ও বাটার তৈরি, বিক্রি, বিতরণ ও বাজারজাতকরণের অপরাধে প্রতিষ্ঠান মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ম্যানেজারকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আরও পড়ুন: বাড্ডায় ৭ আড়তে অভিযান, ১৩ লাখ টাকা জরিমানা
এনএইচ/বিএ/এমএস