গুলিস্তানে বিস্ফোরণ

বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১০ জনের কেউ শঙ্কামুক্ত নন: ডা. সামন্ত লাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০২ পিএম, ০৮ মার্চ ২০২৩

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় চি‌কিৎসাধীন ১০ জনের কেউই শঙ্কামুক্ত নন।

বুধবার (৮ মার্চ) বার্ন ইনস্টিটিউটে সাংবা‌দিক‌দের সঙ্গে আলাপকা‌লে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, গতকালের দুর্ঘটনায় আমা‌দের এখা‌নে ১১ জন রোগী ছিল, তার ম‌ধ্যে একজন‌কে ঢাকা মে‌ডি‌কে‌লে ট্রান্সফার করা হ‌য়ে‌ছে, তার বার্ন নেই। যে ১০ জন আছে তার ম‌ধ্যে তিনজন আইসিইউতে, দুজন লাইফ সা‌পো‌র্টে। বা‌কিরা আছেন এইচডিইউতে।

চি‌কিৎসাধীন ১০ জনের কেউই শঙ্কামুক্ত নয় জা‌নিয়ে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক বলেন, যারা আছেন তা‌দের কেউই শঙ্কামুক্ত নন। কারো শরীরের ৮০ শতাংশ, কারো ৯০ শতাংশ, কারো ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী পু‌ড়ে গে‌ছে। আমরা কাউকে শঙ্কামুক্ত বল‌তে পারবো না।

আরএসএম/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।