সেফটি ট্যাংকে বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ০৬:০৫ এএম, ০২ মার্চ ২০১৬

বগুড়ার শেরপুরে সেফটি ট্যাংকে আটকা পড়ে বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টায় ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি উদ্ধার করেন। উদ্ধার অভিযান পরিচালনার সময় বিষাক্ত গ্যাসের প্রভাবে শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা অসুস্থ হয়ে পড়েন।

নিহতরা হচ্ছেন শেরপুর থানার নলডাঙ্গা গ্রামের এমদাদুল হকের ছেলে সাগর (২২) ও ঝাঝড় গ্রামের শাজাহান আলীর ছেলে জহুরুল (২৫)।

স্থানীয় লোকজন জানান, শেরপুর পৌর শহরের হাসপাতাল রোডে খন্দকার টোলা এলাকায় আবুল কালাম আজাদের নবনির্মিত একটি ভবনে নির্মাণ কাজ করছিলেন সাগর ও জহুরুল। বুধবার সকাল সাড়ে ৯টায় তারা ওই ভবনের সেফটি ট্যাংকের সাটার খোলার জন্য ভিতরে প্রবেশ করেন।

এরপর দীর্ঘ সময় তাদের কোনো সাড়া না পেয়ে অন্যান্য শ্রমিকরা আশেপাশের লোকজনকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বেলা ১১ টায় সেফটি ট্যাংকের ভিতর থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেন।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জোহা জাগো নিউজকে জানান, সেফটি ট্যাংকের ভিতরে আটকা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে বিষাক্ত গ্যাসের প্রভাবে তাদের মৃত্যু হয়েছে।

লিমন বাসার/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।