গোল্ডবার্গ মোবাইলের নতুন সার্ভিস সেন্টার বরিশালে


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ০২ মার্চ ২০১৬

বরিশালে চালু হয়েছে খানসন্স গ্রুপের ব্র্যান্ড গোল্ডবার্গ মোবাইলের নতুন সার্ভিস সেন্টার “ইয়োর কেয়ার”। সার্ভিস সেন্টারটির উদ্বোধন করেন খানসন্স গ্রুপের প্রকল্প পরিচালক সালাহউদ্দিন চৌধুরী খোকন।

সার্ভিস সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে সালাহউদ্দিন চৌধুরী বলেন, ‘খানসন্স গ্রুপের প্রত্যেকটি প্রতিষ্ঠান গ্রাহকসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।’

গোল্ডবার্গ মোবাইলের খুলনা রিজিয়নের ম্যানেজার শাহনেওয়াজ অংকুর বলেন, ‘গোল্ডবার্গ মোবাইলের প্রত্যেকটি সার্ভিস সেন্টারে রয়েছে দক্ষ ইঞ্জিনিয়ার ও পর্যাপ্ত স্পোয়ার-পার্টস।’

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় পরিবেশক মো. আনোয়ার হোসেনসহ বরিশালের মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা।

উল্লেখ্য, গোল্ডবার্গ মোবাইল গতবছর জুন মাসে প্রথম বাজারে মোবাইল হ্যান্ডসেট বাজারজাত করে। গ্রাহকদের সেবা দেওয়ার জন্য সারাদেশে এখন ১৪টি ইয়োর কেয়ার (সার্ভিস সেন্টার) ও ৫০টি কালেশন পয়েন্ট রয়েছে। বরিশালের প্রতিষ্ঠিত সোনারগাঁ টেক্সটাইল, খানসন্স টেক্সটাইল ও এ্যাংকর সিমেন্ট খানসন্স গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান।

আরএম/জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।