আল্লাহর ইবাদাতের সর্বোচ্চ স্তর


প্রকাশিত: ০৬:৪৪ এএম, ০২ মার্চ ২০১৬

আল্লাহ তাআলার ইবাদাতের ভিত্তি দুটি জিনিসের উপর প্রতিষ্ঠিত। একটি হলো পরম ভালোবাসা আর দ্বিতীয়টি হলো পরম শ্রদ্ধা ও তাঁর জন্য নিজেকে বিলিন করে দেয়া। ভালোবাসা ইবাদাতে আগ্রহ বাড়ায় আর শ্রদ্ধা ভয়-ভীতির মাধ্যমে ইবাদাতে নিজেকে বিলিন করে দেয়। আল্লাহর ইবাদাতে ইহাকে বলে ইহসান। ইবাদাতে ইহসানের রয়েছে দু’টি স্তর। যা এখানে তুলে ধরা হলো-

প্রথম স্তর-
মানুষ তার রবের ইবাদাত এমনভাবে করবে যেন সে তাঁকে দেখছে। সে যা ভালবাসে তা আল্লাহর নিকট চাইবে। ইবাদাতকারী আল্লাহকে দেখছে এমন ভেবে একমাত্র তাঁরই ইবাদাত করবে।

দ্বিতীয় স্তর-
ইবাদাতে আল্লাহকে দেখা বা তাঁর নিকট চাওয়া, এমনভাবে যদি ইবাদাত করতে না পারে, তবে তাঁর ইবাদাতে এমন মানসিকতা তৈরি করা যে, আল্লাহ তাআলা অবশ্যই ইবাদাতকারীকে দেখছেন। আল্লাহর আজাব ও শাস্তির ভয়ভীতি উপলব্দি করে তাঁর সামনে নিজেকে বিলিন করে ইবাদাত করা।

যেহেতু ইহসান ইবাদাতের সর্বোচ্চ স্তর। তাই আল্লাহ তাআলা এরূপ ইবাদাতকারীদের ব্যাপারে কুরআন ইরশাদ করেন- ‘যে আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত করে সৎকাজে নিয়োজিত থাকে এবং ইবরাহিমের ধর্ম অনুসরণ করে, তার চেয়ে দ্বীনের ব্যাপারে আর কে উত্তম?’ (সুরা নিসা : আয়াত ১২৫)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ইহসানের সঙ্গে ইবাদাত করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।