সিলেটে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্যগ্রহণ কার্যক্রমের উদ্বোধন


প্রকাশিত: ০৭:০৮ এএম, ০২ মার্চ ২০১৬

সিলেটের আদালতে হাতে লেখা সাক্ষ্যগ্রহণ পদ্ধতির বদলে ডিজিটাল পদ্ধতিতে সাক্ষ্যগ্রহণ ও কম্পিউটারে রেকর্ডিং লিপিবদ্ধকরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কমার সিনহা (এসকে সিনহা)। বুধবার দুপুর ১২টায় সিলেট জেলা জজ আদালতে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ইমান আলী, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে মোমেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারি।

আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, এসএমপি কমিশনার কামরুল আহসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা বারের সভাপতি একেএম সমিউল আলম প্রমুখ।

ছামির মাহমুদ/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।