ইবতেদায়ী শিক্ষকদের স্লোগানে প্রকম্পিত প্রেসক্লাব


প্রকাশিত: ০৭:৫৬ এএম, ০২ মার্চ ২০১৬

জাতীয় স্কেলে বেতনের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা আন্দোলনের ২২তম দিনে ‘ আমাদের দাবি মেনে নিন’ এই স্লোগানে প্রকম্পিত হচ্ছে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তা।

বুধবার সকাল থেকে দাবি আদায়ে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি।

এর আগে গতকাল (মঙ্গলবার) ইবতেদায়ী মাদরাসার আন্দোলনরত শিক্ষকদের জাতীয় স্কেলে বেতন ঘোষণার দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা।

জাতীয় স্কেলে বেতন না ঘোষণা করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছিলেন সংগঠনের মহাসচিব মোখলেছুর রহমান।

আন্দোলনে অংশ নিয়ে শিক্ষকরা খোলা আকাশের নিচে রোদ, ঝড়, শিলা বৃষ্টিতে ভিজে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করায় অসুস্থ হয়ে পড়েছেন, তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন` বলে জানান ইবতেদায়ী শিক্ষকরা।

অবস্থান ধর্মঘট কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি কাজী রুহুল আমীন চৌধুরী, মহাসচিব মোখলেছুর রহমান, যুগ্ম মহাসচিব আবু মুসা ভূঁইয়া প্রমুখ।

এএস/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।