সাবেক এপিএ আবুর দাফনে থাকছেন না মির্জা ফখরুল


প্রকাশিত: ০৮:৪০ এএম, ০২ মার্চ ২০১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঠাকুরগাও জেলার সাবেক সভাপতি ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাবেক ব্যক্তিগত সহকারী রেজওয়ানুল হক আবুর দাফনে অংশগ্রহণ করতে পারছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর আহছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি দুুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার বাদ আছর তার নিজ জেলা ঠাকুরগাঁও জেলা স্কুল মাঠে নামাজে জানাজা শেষে ঠাকুরগাঁও শহরের সেনুয়া পুরাতন গোরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হবে।

এর আগে ঢাকার উত্তরায় রাত ১০টায় রেজওয়ানুল হক আবুর জানাজায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অংশগ্রহণ করেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর বেদনা প্রকাশ করেন। কিন্তু, ঠাকুরগাঁওয়ে রেজওয়ানুল ইসলাম আবুর দাফনে থাকছেন না তিনি।

ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক জানান, আগামী ১৯ মার্চ বিএনপির সম্মেলনের সকল দায়িত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর দেয়া হয়েছে। তাই তিনি আবুর দাফন কার্যে অংশগ্রহণ করতে পারছেন না।

ঠাকুরগাঁও ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোহাগ জানান, আবু ভাইয়ের মৃত্যুতে আলমগীর স্যার অনেক শোকাহত। তিনি আবু ভাইয়ের মৃত্যু মেনে নিতে পারছেন না। কিন্তু দলের স্বার্থে বিএনপির সম্মেলনের জন্য তিনি আবু ভাইয়ের দাফনে থাকতে পারছেন না।

রবিউল এহসান রিপন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।