৩৪০ দিন পর মহাকাশ থেকে অবতরণ
মহাকাশে তিনশ ৪০ দিন অবস্থানের পর পৃথিবীতে ফিরলেন নাসার এক নভোচারী। প্রায় ১ বছরের সফর শেষে বুধবার কাজাখস্তানের ব্যারানে অবতরণ করেন স্কট কেলি নামের ওই নভোচারী। দীর্ঘ সময় মহাকাশ সফরে রুশ নভোচারী মিখায়েল কর্নিয়েনকো তার সঙ্গে ছিলেন।
নাসার এ দুই বিজ্ঞানী মহাকাশে গত এক বছরে ১৪৪ মিলিয়ন মাইল ভ্রমণ করেছেন, পৃথিবীর চারপাশে ঘুরেছেন মোট ৫ হাজার ৪৪০ বার। এছাড়া এই দীর্ঘ সফরে ১০ হাজার ৮৮০ বার সূর্যাস্ত ও সূর্যোদয় দেখেছেন । এই প্রথম কোনও মার্কিন নভোচারী দীর্ঘ সময় একক স্পেসফ্লাইট সফলভাবে শেষ করলেন।
গত বছরের মার্চে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন নাসার এ দুই বিজ্ঞানী। তিনশ ৪০ দিন পর মহাকাশ থেকে বাড়ি ফেরাটা ছিল কেলি এবং মিখাইলের জন্য বিজয়। অবতরণের তিন ঘণ্টা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে একটি পোস্ট দিয়েছেন।
মঙ্গলবার সূর্যোদয়ের একটি ছবি পোস্ট করে কেলি লিখেছেন, `আমাকে যেতে হবে!`
কক্ষপথ থেকে তার সর্বশেষ টুইট এসেছে প্রথম টুইটের কয়েক ঘণ্টা পরে। লিখেছেন, এখানেই ভ্রমণের শেষ নয়। সঙ্গে থাকুন, পৃথিবীকে নতুন করে আবিষ্কার করব।
এসআইএস/এমএস