আফগানিস্তানে ভারতীয় দূতাবাসে আত্মঘাতী হামলা
আফগানিস্তানের মাজার-ই শরীফে ভারতীয় দূতাবাসে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। বুধবার সকালের দিকের ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দূতাবাসের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
স্থানীয় কর্মকর্তারা জানান, আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য ও ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ চলছে। তবে কোনো সশস্ত্র গোষ্ঠী এখন পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি। জানুয়ারিতেও দেশটির পূর্বাঞ্চলের মাজার-ই শরীফে ভারতীয় দূতাবাসে হামলার ঘটনা ঘটে।
স্থানীয় এক দোকানী বলেন, দূতাবাসের পাশের এলাকায় তিনি বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন। ওই এলাকায় বিভিন্ন দেশের কূটনীতিক কার্যালয় রয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিকবার হামলা হয়েছে মাজার-ই-শরীফের এই কূটনীতিক পাড়ায়।
এর আগে জানুয়ারিতে জালালাবাদে পাক দূতাবাসের আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলার দায় স্বীকার করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
এসআইএস/আরআইপি