বিশ্ব শ্রবণ-প্রতিবন্ধী দিবস বৃহস্পতিবার
বিশ্ব শ্রবণ-প্রতিবন্ধী দিবস ৩ মার্চ (বৃহস্পতিবার)। এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘বাল্যকালীন বধিরতা, এখনই ব্যবস্থা নিন’।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে বটতলা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হবে। এরপর সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান। সভায় সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক-কান-গলা বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ সোসাইটি অব অটোলজি’র সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল হাসনাত জোয়ারদার।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা বলা হয়।
একে/এবিএস