বগুড়ার ১৮ ইউনিয়নে ১১১২ জনের মনোনয়নপত্র দাখিল
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুধবার বগুড়া ও সোনাতলা উপজেলার ১৮টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এক হাজার ১১২ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১১০ জন, পুরুষ সদস্য পদে ৭৭০ জন এবয় সংরক্ষিত নারী সদস্য পদে ২৩২ জন।
এসবের মধ্যে শিবগঞ্জের ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭৮ জন, পুরুষ সদস্য পদে ৪৮৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৮ জন, সোনাতলায় চেয়ারম্যান পদে ৩২ জন, পুরুষ সদস্য পদে ২৩১ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৮৪ জন রয়েছেন।
এদিকে মনোনয়পত্র জমা দেয়ার সময় ব্যাপক ভাবে আচরণ বিধি লংঘনের অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে সরকারি দলের প্রার্থীরাই বেশি আচরণবিধি ভঙ্গ করছেন। নিয়ম অনুযায়ী মাত্র ৫ জন ভোটার-সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। কিন্তু সেখানে আচরণবিধি লঙ্ঘন করে হাজার-হাজার ভোটার সমর্থক নিয়ে মিছিল ও শো-ডাউন এবং মোটরসাইকেল শোভাযাত্রা করে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বগুড়ার শিবগঞ্জে সরকার দলীয় মনোনীত প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করে শ’শ বাস, ট্রাক, প্রাইভেট কার, মাইক্রো, মোটরসাইকেল, শ্যালো ইঞ্চিনচালিত ভটভটি, অটোরিকশা যোগে হাজার হাজার ভোটার-সমর্থক নিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।
আচরণ বিধি লঙ্ঘন প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা এএসএম জাকির হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ এ ব্যাপারে অভিযোগ দাখিল করেননি।
উপজেলা রিটানিং অফিসারের কার্যালয়ে দেখা গেছে, রায়নগন ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান অ্যাড.আবদুর রশিদ প্রায় ৫০টি মোটরসাইকেলের শোভাযাত্রা করে এসে মনোনয়ন পত্র জমা দেন।
ময়দানহাট্টা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এসএম রুপম দেড়শ মোটরসাইকেলের বহর ও সাতটি ট্রাক ভাড়া করে লোক এনে মনোনয়নপত্র জমা দেন।
পীবর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল করিম, প্রাইভেট কার, দুইশ মোটরসাইকেলও একটি মিনিবাস নিয়ে এসে মনোনয়নপত্র জমা দেন।
আটমুল ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেন চারটি মিনিবাসে করে লোক এনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন বলেন, মনোনয়ন পত্র জমাদানের শেষ দিন বুধবার আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান মহিদুল ইসলামের পক্ষে আমরা দুই’শ মোটরসাইকেল ও ৫ হাজার ভোটার-সমর্থকরা গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছি।
বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার ইউনুচ আলী জানান, আচরণ বিধি ভঙ্গের অভিযোগ পাওয়া গেলে সেই প্রার্থীর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
লিমন বাসার/এমএএস/এমএস